মাহরাম কি ও কারা?
লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৯:৩৭ দুপুর
শরীয়তের পরিভাষায় মাহরাম ঐ সকল আত্মীয়-স্বজন যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্থায়ীভাবে হারাম। এবং যাদের সাথে দেখা সাক্ষাৎ, মুখোমুখি কাথা-বার্তা বলা জায়েয। সকল মাহরাম আত্মীয়-স্বজনদেরকে মোট তিন ভাগে ভাগ করা যায়।
(ক) বংশগত মাহরাম।
বংশগত মাহরাম মোট সাত প্রকার। যথা-
১. নারীর পিতৃকূল : যেমন- পিতা, দাদা, নানা, পারদাদা, পরনানা এবং তদূর্ধ্ব পিতৃপুরুষেরা।
২. নারীর ছেলের সন্তান : যেমন- পুত্র, পুত্রের পুত্র, কন্যার পুত্র তদনিম্ন ছেলেরা।
৩. নারীর ভাই : আপন ভাই, বৈপিত্রেয় ভাই ও বৈমাত্রেয় ভাই।
৪. নারীর চাচা : আপন চাচা, বৈপিত্রেয় চাচা ও বৈমাত্রেয় চাচা, অথবা কোন নারীর মা-বাবার চাচা।
৫. নারীর মামা : আপন মামা, বৈপিত্রেয় মামা, বৈমাত্রেয় মামা এবং নারীর পিতা মাতার মামা।
৬. ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলের ছেলে, ভাইয়ের ছেলের কন্যাদের ছেলে ও তদনিম্ন ছেলেরা।
৭. বোনের ছেলে, বোনের ছেলের ছেলে, বোনের ছেলের কন্যাদের ছেলে ও তদনিম্ন ছেলেরা।
(খ) দুগ্ধপানজনিত মাহরাম।
দুগ্ধপানজনিত মাহরামও বংশগত মাহরামের ন্যায় সাত প্রকার হতে পারে যার বিবরণ উপরে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বংশগত কারণে যারা হারাম দুগ্ধপানজনিত কারণেও তারা হারাম হবে। সুতরাং জন্মদাতা হিসেবে পিতা যেমন হারাম, কোন নারী কাউকে স্তন্যপান করালে তার স্বামী ঐ দুধপানকারী মেয়ের জন্য দুগ্ধপিতা হিসেবে হারাম। এভাবে উপরে বর্ণিত সকল আত্মীয়ই দুগ্ধপানজনিত কারণে হারাম হবে এবং নারী হলে পুরুষ আত্মীয়গণ মাহরাম হিসেবে ভূষিত হবে।
(গ) বৈবাহিক সম্পর্কজনিত মাহরাম।
এ প্রকার মাহরাম চার ধরনের হতে পারে।
১. স্বামীর পুত্র : তাদের পুত্রের পুত্র, কণ্যার পুত্র এবং তদনিম্ন পুত্রেরা।
২. স্বামীর পিতা : দাদা, নানা এবং তদূর্ধ্ব পুরুষেরা।
৩. কন্যার স্বামী : পুত্রসন্তানের মেয়ের স্বামী, কন্যা সন্তানের মেয়ের স্বামী এবং তদনিম্ন মেয়েদের স্বামীগণ।
৪. মায়ের স্বামী এবং দাদী বা নানীর স্বামী।
এরা সকলেই মাহরাম, এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরকালের জন্য হারাম। তাই এদের সাথে দেখা সাক্ষাৎ, মুখোমুখি কাথা-বার্তা এবং এদেরকে সাথে নিয়ে সফরে বের হওয়া সম্পূর্ণই বৈধ।
সুত্র: আল কোরআন সুরা নিসা : আয়াত নং-২৩। ফাতায়ায়ে শামী- ৪/৯৯-১০৫ ফাতায়ায়ে আলমগীরী-১/২৭৩-২৭৭ আল বাহরুর রাইক- ২/৯২-৯৫।
বিষয়: বিবিধ
২৮৬৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইরান।
আপন চাচির ব্যাপারে সিদ্ধান্ত কি?
আমি জানতাম চাচি মাহরাম এর অন্তর্ভুক্ত নয় তবে সম্প্রতি একজন বললেন যে যুক্তিতে পিতার অন্য স্ত্রীগন মাহরাম সেই যুক্তিতে চাচি ও নাকি মাহরাম হতে পারে।
আপনার কেকের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে এই সুবাদে বন্ধুত্ব হয়েই গেলো।
আমার কাছেও আপনার কিছু একটা পাওনা রয়ে গেলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন